পিরোজপুর
মঠবাড়িয়ায় ইটভাটার মালিককে জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ দুষণ ও কৃষি জমিতে অবৈধ গড়ে ওঠা একটি ইটের পাঁজা মালিককে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে ও অপর একটি পাঁজা বন্ধের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পাঁজা মালিক মামুন (২০)কে এ অর্থদন্ডাদেশ দেন পিরোজপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল এমরান খান। মামুন উপজেলার পাঠাকাটা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। বিকেলে উপজেলার পশ্চিম আমড়াগাছিয়া গ্রামের শাহআলম গাজীর ইটের পাঁজা বন্ধের নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল এমরান খান বলেন এ অভিযান অব্যাহত থাকবে।