পিরোজপুর
মঠবাড়িয়ায় ইয়াবাসহ আটক-১
পিরোজপুর ডিবি পুলিশ আজ বুধবার বিকেলে মঠবাড়িয়া উপজেলার আমরবুনিয়া হুজুর বাড়ির সামনের সড়কে অভিযান চলিয়ে সজিব হাওলাদার (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এসময় তাদের কাছে ১শত৫০পিস ইয়াবা উদ্ধার করে।
আটকৃত সজিব উপজেলার আমরবুনিয়া গ্রামের মো.লুৎফর হাওলাদারের ছেলে।
পিরোজপুর ডিবিশের উপ পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেন জশিম বলেন সংগীয় র্ফোস নিয়ে ক্রেতাসেজে আমরবুয়া এলাকায় ইয়াবা কেনার কথা বলে মাদক বিক্রেতা সজিবকে আসতে বলে আমরবুনিয়া হুজুর বাড়ির গেটের সামনের সড়কে আসলে তাকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা আরও দুই মাদক বিক্রেতা দৌরে পালায়। পরে আটক সজিবের সংঙ্গে থাকা ১শত৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ মো.শওকত আনোয়ার বলেন, অটক দুই মাদক বিক্রেতার বিরুদ্বে মঠবাড়িয়া থানায় ডিবি পুলিশের উপ পুলিশ পরির্দশক দেলোয়ার হোসেন জশিম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হবে।