পিরোজপুর
মঠবাড়িয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উফশী জাতের আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক কৃষকের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস মিলনায়তনে উপজেলা ১১ ইউনিয়নের ৯শ৫০জন কৃষকের মাঝে ৩৩ শতাংশ জমির পরিমানে জন প্রতি ৫ কেজি আউশ বীজ ও ২৫ কেজি সার বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ছিদ্দিকুর রহমান বাদশ, সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,এম সরফরাজের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান মাকছুদা আকতার বেবি প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কৃষি কর্মকর্তা-কর্মচারী ও প্রণোদনা গ্রহনকারী কৃষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এসব সার ও বীজ বিতরণ করা হয়।