Scroll
মঠবাড়িয়ায় গৃহহীনদের ৪০ ঘরের নির্মাণ কাজ সম্পন্ন, শীঘ্রই উদ্বোধন
“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে বরাদ্দ দেয়া পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭টি ইউনিয়নে প্রথম ধাপে ৪০টি ঘরের নির্মান কাজ সম্পন্ন হয়েছে। ইতি মধ্যে নির্মান কাজের অগ্রগতি সরজমিন পরিদর্শন করেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আই সিটি) মনিরা পারভিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, সরকারের নির্ধারিত সময় ১৫ জানুয়ারীর মধ্যে উপজেলার ৪০টি ঘরের শতভাগ নির্মান কাজ সম্পন্ন হবে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ভুমি) আকাশ কুমার কুন্ড জানান, আগামী ২০ জানুয়ালী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব বর্ষে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।