পিরোজপুর
মঠবাড়িয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।
এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ হতে র্যালীটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণঃরায় স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ভুমি রিপন বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ প্রিয়াংকা হালদার, উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, রিপোর্টাস ক্লাবের সভাপতি নাজমূল আহসান কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মের্সেদ প্রমূখ।