পিরোজপুর
মঠবাড়িয়ায় পেট্রল ও এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়া পেট্রল ও এলপি গ্যাস ব্যবসায়ীর বিক্রয়ের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে নির্বাহী মেজিষ্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) রিপন পৌর শহরের থানার সামনের সড়কের সাথে নাছির ঘরামীর ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করে।
পরে মঠবাড়িয়া সাব-রেজিষ্ট্রি অফিসে দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসালে দালালরা টেরপেয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট (সহকারি কমিশনার ভুমি) রিপন বিশ^াস জানান, লাইসেন্স ছাড়া রাস্তার পাশে যত্রতত্র পেট্রল ও এলপি গ্যাস বিক্রি ও সাব-রেজিষ্ট্রি অফিসে দালালদের বিরুদ্ধে এ ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।