Scroll
মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) কার্যলয়ে ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে ৫/৬ জনের একটি গ্রুপ নিজস্ব অর্থায়নে এ খাদ্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদ সভাপতি ও সমাজ সেবক গোলাম মোস্তফা, সমবায়ী সুলতান আহমেদ. বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, ছাত্র নেতা মো. মাইনুল ইসলাম, মো. মনির হোসেন।
উপজেলা শাখার জাসদের সভাপতি গোলাম মোস্তফা জানান, আমরা প্রতি বুধবার নিজস্ব অর্থায়নে সকল ধরনের প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে দুপুরের খাবারের আয়োজন করি। আমাদের এ কার্যক্রম আরো ব্যাপক পরিসরে অগ্রসর করতে চাই। আমরা যেন এরকম মহৎ কাজে আরো অগ্রসার হতে পারি আপনাদের দোয়া কামনা করি।