পিরোজপুর
মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে শিক্ষক সমিতির অভিনন্দন
বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ইনক্রিমেন্ট বছরে ৫ শতাংশ ঘোষণা দেয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া শাখা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার দুপুরে সমিতির সভাকক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল লতীফ সিকদার লিখিত বক্তব্য পাঠ করেন।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিক বৃন্দ।
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বক্তব্য রাখেন, সমিতির সভাপতি এম.এ কুদ্দুস¡, প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক মাস্টার প্রমুখ।