Scroll
মঠবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষন মিলানয়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান, প্রধান শিক্ষক রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান ও নাসির উদ্দিন প্রমূখ সভায় সন্মতিক্রমে আগামী ৩০ নভেম্বর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনের শিদ্ধান্ত করা হয়।