Scroll
মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার অনুষ্ঠিত
উপজেলা প্রাশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলয়াতনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ ২০০০ বাস্তবায়ন এবং এ বিষয় গৃহীত কার্যক্রম সম্পর্কে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, উপজেলা স্বাস্থ পপ কর্মকর্তা ডা. আলী হাসান, ওসি তদন্ত আব্দুল হক, ওষুধ ব্যাবসায়ী সমিতির সভাপতি আফজাল জমাদ্দার, প্রধান শিক্ষক রুহুল আমিন , মোস্তাফিজুর রহমান, নাসির উদ্দিন, রাসেদ হাওলাদার প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক বলেন, এই ভোক্তা অধিকার আইনের ৪৮ ধারায় বলা হয়েছে “কোন ব্যক্তি কোন পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় ভোক্তাকে প্রতিশ্রুতি পরিমাপ অপেক্ষা কম পরিমাপে উক্ত পণ্য বিক্রয় বা সরবরাহ করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।”
অন্যদিকে আইনের ৪৯ ধারায় বলা হয়েছে “কোন পণ্য সরবরাহের উদ্দেশ্যে কোন ব্যক্তির দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৈর্ঘ্য পরিমাপের কার্যে ব্যবহৃত পরিমাপক ফিতা বা অন্য কিছুতে (যেমন ইট তৈরির ফরমায়) কারচুপি করা হইলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদন্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড, বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।”