পিরোজপুর
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯ম শেনীর মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উপজেলার টিকিকাটা আব্দুল ওহাব মহিলা দাখিল মাদ্রাসার সহকারী (মৌলভী) আরবী শিক্ষক নুর মোহাম্মাদ (৫৫) এর বিরুদ্ধে এ মামলা হয়। ওই মাদ্রাসা ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুর মোহাম্মাদ উপজেলার ধুপতি গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার টিকিকাটা আব্দুল ওহাব মহিলা দাখিল মাদ্রাসার সহকারী (মৌলভী) আরবী শিক্ষক নুর মোহাম্মাদ সকাল সারে নয়টার দিকে আরবী ক্লাস চলাকালে বৈশাখী মেলা ও মঙ্গল শোভাযাত্রায় নারীদের চলাফেরা ও পোশাক নিয়ে ছাত্রীদের উপস্থিতিতে অশালীন কুরুচিপূর্ণ বিভিন্ন কথাবার্তা ও মন্তব্য করছিল। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করায় শিক্ষক নুর মোহাম্মাদ ক্ষুব্ধ হয়ে যৌন হয়রানী করার জন্য ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। আবারও এ ঘটনার প্রতিবাদ করলে ওই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করে গাড় ধরে ক্লাস থেকে বের করে দেয়।
এ বিষয়টি ওই ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে থানায় লিখিত অভিযোগ দেয়।
টিকিকাটা আব্দুল ওহাব মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বেলায়েত হোসেন বলেন, ওই ছাত্রীর অভিভাবকদের মৌখিক অভিযোগ পেয়েই মঙ্গলবার দুপুরে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছি ও অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুর মোহাম্মাদকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে।
এ ঘটনার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নুর মোহাম্মাদকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেফতারের জন্য পুলিশি তৎপর রয়েছে।