পিরোজপুর
মঠবাড়িয়ায় যুবকের ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুর : মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার বড়হারজী গ্রামের জমাদ্দার বাড়ীর সামনে হারজী-তেতুলতলা খাল থেকে রাজু শিকদার (৩০)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। রাজু বড়হারজী গ্রামের হানিফ শিকদারের ছেলে।
স্থানীয়রা চৌকিদার সাইদুর রহমান টিটু জানান, সন্ধ্যায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ভাসমান লাশ উদ্বার করে। পরে রাজুর পিতা হানিফ শিকদার ঘটনা স্থলে এসে নিহত ছেলে রাজুর লাশ সনাক্ত করেন।
রাজুর পিতা হানিফ শিকদার বলেন, গত রোববার রাতে রাজু বাড়ির কাছে একটি মাফিলে গিয়ে আর বাড়ি ফিরেনি। আজ সোমবার রাতে লোক মূখে শুনতে পেয়ে ঘটনা স্থলে এসে নিহত ছেলে রাজুর লাশ সনাক্ত করি।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় সোমবার রাতে একটি মামলা হয়েছে।