ভোলা
মনপুরায় নৌকায় উঠলেন বিএনপির ৩০ নেতা-কর্মী
ভোলার মনপুরা উপজেলায় বিএনপির ৩০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। রবিবার রাত ৯টার দিকে উপজেলরা রামনেওয়াজ বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যোগদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. লোকমান হোসেন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, সহসভাপতি আ. লতিফ ভূইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীরা হলেন- ১ নম্বর মনপুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, মনপুরা ইউনিয়ন মহিলা দল সভাপতি দিলরুবা বেগম আখি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহে আলম মাঝি, সাধারণ সম্পাদক রঞ্জন আলী মাঝি, ১ নম্বর মনপুরা ইউনিয়ন যুবদল যুগ্ম সম্পাদক মো. হারুন, বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর, মো. শাহাবউদ্দিন, মো. লোকমান, মো. নিজামউদ্দিন, মো. মনির, মো. বাছেত, মো. ফিরোজ, মো. নোমান, মো. জসিমউদ্দিন, মো. বাবুল বেপারী, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আ. গফুর বাবর, সহসভাপতি মো. রাশেদ, সাবেক সভাপতি মো. মুরাদ, সদস্য মো. মহিউদ্দিন, মো. ফারুক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. কামাল, মো. জামাল, দুলাল, আনছার মিয়া, সৌরাব মিয়া, আ. মোতালেব।