Scroll
মনপুরায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
ভোলার মনপুরায় করোনার ভয়কে উপক্ষো করে শহীদ মিনারে ফুল ও পুষ্প স্তবক দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো সর্বস্তরের মানুষ।
রোববার সকাল ৭ টায় ছোট ছোট দলে প্রভাত ফেরিতে অংশগ্রহন করে উপজেলার শহীদ মিনারের বেদীতে ফুল ও পুষ্প স্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও ইউএনও শামীম মিঞার নের্তৃত্বে উপজেলা পরিষদ। পরে একে একে শ্রদ্ধা জানায়, পুলিশ প্রশাসন, উপজেলা আ’লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মনপুরা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা ছাত্রলীগ, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ, মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স, মনোয়ারা বেগম মহিলা কলেজ, মনপুরা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা, কোস্টট্রাস্ট, কিশোর-কিশোরী ক্লাব।
এরপর শহীদ মিনারের বেদীতে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় ভাষা শহীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ শামীম মিঞা, ওসি শাখাওয়াত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজয়ানুল আলম ও মনপুরা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপজেলা আ’লীগ ও বিনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তেলন করে আ’লীগ ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।