আর্ন্তজাতিক
মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করল ভারত
বিশ্বে চতুর্থ দেশ হিসেবে ভারত মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করার ক্ষমতা অর্জন করলো। দেশটি বুধবার ‘অ্যান্টি-স্যাটেলাইট’ ক্ষেপণাস্ত্র বা কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্য ভাষণ দেয়ার সময় এমনটি জানিয়েছেন।
বুধবার সকালে মাত্র তিন মিনিটে একটি স্যাটেলাইট ধ্বংস করা হয়েছে। এই সাফল্যে ভারতের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই চতুর্থ রাষ্ট্র যাদের অ্যান্টি-স্যাটালাইট মিসাইল রয়েছে, জানালেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে ভারত এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, তারই স্বপ্ন দেখেন তিনি।
মোদি তার ভাষণে বলেছেন, ভারতীয়দের কাছে গর্বের বিষয় এটি।
তিনি আরো বলেন, আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। এটা দেশের জন্য গর্বের বিষয়। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহাকাশ প্রয়োজন হবে। আমরা নৌ-স্থল এবং বিমানে মতো মহাকাশেও নিজেদের রক্ষা করতে পারি।
এ সময় তিনি আরো বলেন, সুরক্ষিত ভারত তৈরির স্বপ্ন দেখি আমি। ভারতের এ শক্তি যুদ্ধের উদ্দেশ্যে নয়, বরং ভালো কাজের জন্যে ব্যবহার করতেই সামরিক ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে ভারত। এই অভিযানে কোনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ।
জাতির উদ্দেশে ভাষণ দেয়ার আগে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। ফলে ধারণা করা হচ্ছিল, ঘোষিত ভাষণে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় ঘোষণা দিতে পারেন মোদি। আবার অনেকে মনে করেন, বালাকোটের এয়ারস্ট্রাইকের প্রমাণও সামনে আনতে পারেন প্রধানমন্ত্রী।
সূত্র: ডিএম/বাজা