ধর্ম ও জীবন
মানবাধিকার কমিশনের বরিশাল বিভাগীয় সমন্বকারী কাজী মামুন
বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল বিভাগীয় সমন্বকারী হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক কাজী আল মামুন। সংগঠনটির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মামুনকে সোমবার এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি আদেশ বরিশালে এসেছে। সাংবাদিক কাজী মামুনকে নতুন করে এই দায়িত্ব দেওয়ায় মহাসচিবকে অভিনন্দন জানিয়েছে বরিশাল জেলা মহানগর ও উপজেলার সকল নেতৃবৃন্দ।
অতিরিক্ত দায়িত্ব পেয়ে খুশি দৈনিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তার ওপর অর্পিত ভার বহনে যথার্থ ভুমিকা রাখবেন।’