আর্ন্তজাতিক
মালয়েশিয়ায় হত্যার অভিযোগে দুই বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় হত্যার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশীয় পুলিশ। হত্যার শিকার ব্যক্তিও বাংলাদেশি বলে জানা গেছে।
বুধবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেয় মালয়েশিয়ার সেরডাং পুলিশ।
মালয়েশিয়ার পুলিশ জানায়, একসঙ্গে তিন প্রবাসী বাংলাদেশি থাকতেন। হঠাৎ তাদের মাঝে মনোমালিন্য হয়। এর জেরে দুজন মিলে অপর জনকে হত্যা করে। হত্যার পর তারা লাশটি ব্যাগে ভরে ১০ কিলোমিটার দূরে ফেলে দেয়।
হত্যাকাণ্ডের ৮ ঘণ্টা পার না হতেই পুলিশ অভিযুক্ত দুই বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে।
গ্রেফতার দুই বাংলাদেশি ও নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে সংবাদ সম্মেলনে হত্যাকারীদের ছবি দেখানো হয়।
এর আগে সোমবার (১ এপ্রিল) সেকশেন ১ বান্ডার পুচোং এলাকায় একটি ব্যাগের মধ্যে থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ।