বরিশাল
মেঘনা নদীতে নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার
বরিশালের হিজলা উপজেলার নলবুনিয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর মুহাম্মদ রুবেল (২৬) নামে এক ওমান প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে হিজলা নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
হিজলা নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মৌলুভিরহাট লঞ্চঘাট সংলগ্ন হিজলার মেঘনা নদীতে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা (ট্রলার) ডুবে যায়। ট্রলারটি হিজলার মেমানিয়া খেয়াঘাট থেকে মৌলুভিরহাটের দিকে যাচ্ছিলো।
এ সময় ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে ওঠতে সক্ষম হলেও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক নম্বর ওয়ার্ডের উত্তর রাঙামাটিয়া এলাকার আবুল কাসেমের ছেলে ওমান প্রবাসী রুবেল নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।