বরিশাল
মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে এমপি পংকজ নাথ’র গণসংযোগ
মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামে গণসংযোগ করেণ এমপি পংকজ নাথ।
সোমবার দুপুরে শত শত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে গণসংযোগ শেষে চরগোপালপুর ইউনিয়নে বারেক মাষ্টারের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানান এমপি পংকজ নাথ।
পরে পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা পার্ক মাঠে বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি কর্মকারের গার্ড অব অনারে যোগদান করে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধায় সোনামুখী ওয়ার্ডের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ সরকার, শহীদ শাহ্, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, পৌর আ’লীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাজী, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সুমন ফরাজী, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, কাউন্সিলর মনির জমদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
গণসংযোগে সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ।