বরিশাল
মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিচ্ছেন পংকজ নাথ
মেহেন্দিগঞ্জে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বরিশাল-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পংকজ নাথ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও চরএককরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন এবং চরএককরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদারের উদ্যোগে মুক্তিযোদ্ধা আব্দুল মকিম তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ বিতরণ করেণ সংসদ সদস্য।
বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মহা আনন্দে মেতে ওঠেন। বই বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য পংকজ নাথ পড়ালেখায় মনযোগি হয়ে আগামীর সুন্দর দেশ গড়ার কাড়িগড় হিসাবে গড়ে উঠতে সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।