গণমাধ্যম
যাত্রা শুরু করেলো নিজস্ব ধারার সংবাদ মাধ্যম বিজয় নিউজ
যাত্রা শুরু করেছে নিজস্ব ধারার সংবাদ মাধ্যম বিজয় নিউজ এর যাত্রা শুরু। সোমবার অনুষ্ঠানিকভাবে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলোক সাহা।
বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় নিউজের উপদেষ্টা সাংবাদিক আকতার ফারুক শাহীন। অনুষ্ঠান থেকে বরিশালের ২০ জন প্রবীন ও সিনিয়র সাংবাদিককে সন্মাননা জানানো হয়। সন্মাননা প্রাপ্ত সাংবাদিকদের মধ্যে এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, এসএম ইকবাল, কাজী মকবুল হোসেন, মো: হুমায়ুন কবির, মুরাদ আহম্মেদ, গোপাল সরকার, আকতার ফারুক শাহীন, কাজী মেহেরুন নেছা বেগম, কাজী মিরাজ মাহামুদ, আবদুর রাজ্জাক ভূইয়া, পুলক চ্যার্টাজী, সাইফুর রহমান মিরন, এসএম জাকির হোসেন, নাসিমুল আলম, ইসমাইল হোসেন নেগাবান, স্বপন খন্দোকার প্রমুখ। সাংবাদিক সাঈদ পান্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবিন সাংবাদিক এ্যাড. এসএম ইকবাল, নুরুল আলম ফরিদ,পরিবতন পএিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, ফুল কুরি শিশু নিকেতন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামরুল নাহার কলি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি এমএম আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজয় নিউজের প্রকাশক মোঃ নাসির উদ্দিন, সম্পাদক মো: মারুফ হাওলাদার।