ঝালকাঠি
যারা উন্নয়ন করতে পারে তারাই ভোট পাওয়ার যোগ্য
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা দেশের ও দেশের মানুষের উন্নয়ন করতে পারে তারাই ভোট পাওয়ার যোগ্য।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ও দেশের মানুষের ভাগ্যের ব্যাপক উন্নয়ন করেছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান করুন।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির ঢাপঢ় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তাই স্বাধীনতার একুশ বছর পর ক্ষমতায় এসে শেখ হাসিনা বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছিলেন। কিন্তু স্বাধীনতার পর একুশ বছর অন্য যারা দেশ শাসন করেছিলেন তারা কিন্তু কেউ গরিব মানুষের কথা চিন্তা করেননি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদর সভাপতিত্বে এ পথসভায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনুছ লস্কর, পৌরসভার কাউন্সিলর হাফিজ আল-মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।