Scroll
রাজাপুরে ভ্রাম্যমান আদালতে প্রায় ১৪ লাখ টাকা রাজস্ব আয়
ঝালকাঠির রাজাপুরে কর্মরত এই প্রথম কোন নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক বছরে সরকারী কোষাগারে প্রায় চৌদ্দ লাখ টাকা রাজস্ব জমা করেছেন।
সূত্র বলছে, ২০১৯ -২০২০ অর্থবছরে এ উপজেলায় মোট ১৩৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার। এতে মোট ৬৩৩ টি মামলা হয়। যার মধ্যে বিভিন্ন ধারায় ৬৩৯ জনকে বিভিন্ন অঙ্কে মোট ১৩ লক্ষ ৫৩ হাজার ৭ শত ৭০ টাকা আর্থিক জরিমানা ও ৪৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, ভ্রাম্যমান অদালত পরিচালনায় রাজাপুরবাসীর সহযোগিতা পেয়েছি বলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী কোষাগারে প্রায় চৌদ্দ লাখ টাকা জমা করতে পেরেছি।