ঝালকাঠি
রাজাপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
ঝালকাঠির রাজাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে রোববার বেলা ১১টার দিকে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অক্ষুণ্ন রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, মো. আলতাব হোসেন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খলিফা, মো. সুলতান হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. জালাল আহমেদ প্রমুখ। এতে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে স্বাধীনতা
এনে দিয়েছে। তাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা অক্ষুণ্ন রাখতেই হবে। এর ব্যতিক্রম হলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারব স্মারকলিপি দেন তারা।