জাতীয়
রামপাল নিয়ে ভারতের সন্তোষ প্রকাশ
রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের বিদ্যুৎ সচিব সুবাশ চন্দ্র গার্গ।
সোমবার ( ২৬ আগস্ট) ঢাকায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বিয়ষক স্টিয়ারিং কমিটিরি বৈঠক শেষে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি।
এদিকে বিদ্যুৎ সচিব ড: আহমেদ কায়কাউস জানিয়েছেন, অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। উত্তরবঙ্গ দিয়ে আমদানির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিক শ্রী সুভাষ চন্দ্র গার্গ।