বরিশাল
লামিয়ার দায়িত্ব নিলেন বিএমপি কমিশনার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ফেসবুক পেইজে প্রাপ্ত তথ্যে নির্যাতিত শিশু গৃহকর্মী লামিয়া আক্তার মরিয়মের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএমপি কমিশনার মোশারেফ হোসেন। আজ (১৭ অক্টোবর) বুধবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লামিয়াকে দেখতে গিয়ে এই প্রতিশ্রুতি দেন।
একই সাথে মোশারেফ হোসেন বলেন, শিশু নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। বরং এই ধরনের নির্যাতনের ঘটনা বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দিয়ে বলেন, ‘অভিযুক্ত আশরাফুল ইসলাম চৌধুরীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।’
জানা গেছে, নির্যাতনের শিকার লামিয়া আক্তার মরিয়ম (১০) গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের রিকশা চালক ইকবাল সরদারের মেয়ে। পুলিশ জানিয়েছে, ইকবাল সরদারের একাধিক বিয়ে থাকায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
পারিবারিক এই ভাঙ্গনে জীবন অনিশ্চিত হয়ে যায় লামিয়ার। অতি কষ্টে জীবন চলার এক পর্যায়ে ইকবাল সরদার লামিয়াকে মাস ছয় আগে কাশিপুর আনসার ক্যাম্পের পিছনে মদিনা সড়কের বাসিন্দা আশরাফুল ইসলাম চৌধুরী ও কাশীপুর কমিউনিটি ক্লিনিকের কর্মী শারমিন আক্তার আঁখির বাসায় কাজে দেন। শুরুতে কয়েকদিন ভাল আচরণ করলেও পরে শুরু হয় অত্যাচার। স্থানীয়রা জানিয়েছে, নির্যাতক আশরাফুলের পিতা বরিশাল আদালতে চাকরি করতেন। পিতার নাম রোকন চৌধুরী।
চার ভাইবোনের মধ্যে তিনজনই চাকরিজীবি। বাকিজন ঢাকায় গার্মেন্টস ব্যবসা করেন। আশরাফুল ও তার স্ত্রীর বিয়ে নিয়েও এলাকায় জোড় বির্তক রয়েছে। গুঞ্জন রয়েছে, বিএম কলেজে লেখাপড়া করার সময়ে উভয়ে শহরের একটি বাসায় ভাড়া থেকে লিভটুগেদার করত। শেষে জানাজানি হলে স্থানীয়রা বিয়ে পরিয়ে দেন।

নির্যাতনকারী দম্পতি ও তাদের সন্তান
এদিকে নির্যাতনে আহত লামিয়ার অবস্থা দেখে সোমবার এক প্রতিবেশী বিএমপির ফেসবুক পেইজে অভিযোগ করেন। বিষয়টি নজরে আসে পেইজের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ওবায়দুল হকের। ওবায়দুল ঘটনাটি পুলিশ কমিশনার মোশারেফ হোসেনকে জানালে তিনি নগর গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। তারপরই লামিয়ার ট্রাজিক জীবনের ঘটনা আলোয় আসে।
আর বর্তমানে এটি টক অব দ্য টাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চেয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে ব্যবহারকারীরা। ওদিকে লামিয়ার সেবায় চিকিৎসকের পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন।

সেবায় নিয়োজিত পুলিশ সদস্যরা