বরগুনা
শম্ভুর সমর্থনে কথা বললেন আমতলীর ভাইস চেয়ারম্যান
বরগুনা (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের ২৯ মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেয়ার জন্য বৃহস্পতিবার গনভবনে রাত ৯ টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্য এমপি শম্ভুর আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন, দল সুসংগঠিত ও তার ব্যাপক জনপ্রিয়তার কথা তুলে ধরেন। তিনি আরও জানান শম্ভুকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটের ব্যবধানে তার বিজয় নিশ্চিত করবো।
পরে অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগ সভাপতির নিকট লিখিত আবেদন করেন। এ তথ্য নিশ্চিত করেন বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা।