আর্ন্তজাতিক
শিশু জয়নব ধর্ষকের ফাঁসি কার্যকর
শিশু জয়নব আনসারির ধর্ষকের ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের লাহোরের কোট লাখপাট কারাগারে এই রায় কার্যকর করা হয়। রায় কার্যকরের সময় শিশু জয়নবের পরিবার এবং তার আত্মীয়রা উপস্থিত ছিলেন। খবর বিবিসি’র।
ছয় বছরের শিশু জয়নবকে গত জানুয়ারিতে ধর্ষণ করে একটি ময়লার ডাস্টবিনে ফেলে রাখা হয় পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাঁসি কার্যকরের পর দেয়া প্রতিক্রিয়ায় জয়নবের বাবা আমিন আনসারি জানান, এই রায়ের কার্যকরে আমি সন্তুষ্ট। আমি ইমরান আলীর ভয়াবহ মৃত্যু নিজের চোখে দেখেছি। তারা(পুলিশ) তাকে ফাঁসির কাষ্ঠে প্রায় আধা ঘণ্টা ঝুলিয়ে রেখেছিল। তবে জয়নবের বাবা এই ফাঁসিকে টেলিভিশনে সম্প্রচার না করায় ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, এর আগে শিশু জয়নবের ধর্ষক ইমরান আলীকে জনসম্মুখে ফাঁসি দেয়ার একটি আবেদন খারিজ করে দেয় লাহোর হাই কোর্ট।
উল্লেখ্য , চলতি বছরের ৪ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের কাসুর এলাকার ছয় বছর বয়সী শিশু জয়নব কুরআন শেখার জন্য পার্শ্ববর্তী একটি বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়। ৯ জানুয়ারি শিশু জয়নবের মরদেহ কাসুরের একটি ময়লার ডাস্টবিন থেকে উদ্ধার করে পুলিশ। এ শিশুর ধর্ষণের ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাঞ্জাব।