জাতীয়
শৈলকুপায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ঝিনাইদহের শৈলকুপায় দুইদিন ব্যাপি ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন অডিটোরিয়াম হল রুমে মেলার উদ্বোধন করা হয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে উপস্থিত বক্তৃতা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকল্প উপস্থাপন করা হয়।