সবিশেষ
শৈলকুপায় শিশু হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
মাহমুদুর রহমান:
ঝিনাইদহ শৈলকুপায় শিশু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে দীর্ঘ ১৫ বছর ৮ মাস পরে গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসমা বেগম পৌর এলাকার কাজীপাড়া গ্রামের জাফর শেখের স্ত্রী।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শিশু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসমা বেগম বিদেশ থেকে ফিরে ঢাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আসমাকে গ্রেফতার করতে শৈলকুপা থানার এস আই মাহফুজুর রহমানসহ সঙ্গীয় মহিলা পুলিশ ফোর্স নিয়ে ঢাকায় রওনা দেন।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঢাকা বাড্ডা থানার সহযোগিতায় ওই এলাকা থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে আসমাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে শুক্রবার রাতেই শৈলকুপা থানায় নিয়ে আসা হয় এবং শনিবার তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গগতভাবে, ২০০৩ সালে পৌর এলাকার কাজীপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সতীনের শিশু সন্তানকে হত্যা করে আসমা। শিশুটির নানা বাদী হয়ে শৈলকুপা থানায় আসমা বেগমের নাম উল্লেখ করে শৈল জিআর ১৩৪/০৩ যার মামলা নং-২৩, তারিখ ২৭/৬/০৩ হত্যা মামলা দায়ের করা করে। হত্যা মামলা দায়ের করার পর থেকে গোপনে আসামী আসমা বেগম বিদেশে পালিয়ে যায়।
বিদেশে পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত তাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।