আর্ন্তজাতিক
শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলা, নিহত ৪৮
শ্রীলঙ্কায় ৩টি গির্জা ও ৩টি হোটেলে সিরিজ বোমা হামলা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ৮০ জনকে রাজধানী কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু্ই শতাধিক।
হরতাহতের সংখ্যা আরও বাড়বে বলে প্রশাসনের আশঙ্কা। আহতদের হাসপাতালে স্থানান্তর করার কাজ শুরু হয়েছে। কলম্বোর একটি সরকারি হাসপাতালের কর্মী জনান প্রাথমিক ভাবে আটজনের চিকিৎসা শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা বাড়তে থাকে।
একটি সূত্রে জানা গিয়েছে শহরের অভিজাত তিনটি হোটেলই বেছে নেওয়া হয়েছিল। এছাড়া তিনটে গির্জার মধ্যে দুটি কলম্বো শহরের কিছুটা বাইরে। বিস্ফোরণের ধরন কী তা জানা যায়নি। সেন্ট সেবাস্টিয়ান গির্জার তরফে ফেসবুকে হামলার কথা বলা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডে প্রার্থনার সময় আজ রোববার (২১ এপ্রিল) সকালে এ হামলা হয়।
বিস্তারিত আসছে…