আর্ন্তজাতিক
সন্ত্রাসী হামলার আশঙ্কায় অকল্যান্ডে কড়া নিরাপত্তা
নিউজিল্যান্ডের পশ্চিম অকল্যান্ডে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার ( ৩ এপ্রিল) অঞ্চলটিতে একটি গুলির শব্দ পাওয়া গেছে এমন খবরের পরপরই সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পুলিশ তদন্ত করছে…. . সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ওই এলাকায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, এলাকার প্রধান সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। হামলার এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন।