বরিশাল
সরকারি কর্মকর্তাদের যে বেতন বাড়ছে তাতে দুর্নীতির দরকার হয়না
বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ দুর্নীতি কমিটির সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান বলেছেন, সত্যিকার অর্থে আমরা দুর্নীতি মুক্ত হতে পারলে বাংলাদেশ সবার চেয়ে এগিয়ে যাবে। আগে জানতাম দেশে দুর্নীতি হচ্ছে, এখন দেখতে পাই দুর্নীতি কত প্রকার কত রকম তা এখন প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি। দেশের মানুষকে আরো সচেতন করতে হবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটিতে যারা জড়িত আছেন তাদের সংখ্যা বাড়াতে পারলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। যে দেশ যত উন্নত সেদেশে দুর্নীতি কম আছে বলেই তারা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের সরকার সরকারী কর্মকর্তা-কর্মচারীদের যে হারে বেতন বৃদ্ধি করছে সেখানে আর দুর্নীতি করা লাগে না।
দুর্নীতি দমন কমিশন ও বরিশাল বিভাগীয় কমিশনারের আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম ও বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমূখ। এসময় প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান বরিশাল জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির ১৩ জন শ্রেষ্ঠ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বরিশাল জেলাসহ অপর তিন উপজেলার ৪০জন সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল দুদকের উপ পরিচালক মোঃ জুলফিকার আলি খান।##