জাতীয়
সরকারের সঙ্গে একাত্মতা সশস্ত্র বাহিনীর দেড় শতাধিক কর্মকর্তার
সশস্ত্র বাহিনীর দেড় শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সরকার ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে এই একাত্মতা ঘোষণা করেন তারা।
তাদের মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) জিএইচ মোর্শেদ খান, লে. কর্নেল (অব.) সাইফুল হক, লে. কর্নেল (অব.) খালিদ আজম, মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হোসাইন সাদেক, মেজর (অব.) মো. মহসিন সিকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আলী মন্ডল, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী, মেজর জেনারেল (অব.) শিকদার মো. শাহাবুদ্দীন।