Scroll
সাংবাদিকের দৃষ্টি আকর্ষণের তিন দিনের মধ্যে সহায়তা পেলেন নিলুফার
সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় নিলুফার কথা উঠে আসায় সহায়তার হাত বাড়ালেন সরকার। আজ (০২ জুলাই) বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান খাদ্য সামগ্রী এবং নগদ দশ হাজার টাকা পৌঁছে দেন সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সহায়-সম্বলহীন নারী নিলুফা বেগমের ঘরে।
জানা গেছে, করোনার প্রার্দুভাবে অসহায় হয়ে পরা চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা নিলুফা বেগমের পরিবারের কেউ নেই। স্বজন না থাকায় পেটের তাড়নায় ভিক্ষা করে চলতো তার জীবন। কিন্তু করোনা এসে ভিক্ষার দিনও কেড়ে নেন। কর্মহীন অবস্থায় অভূক্ত থাকতে শুরু করেন।
বিগত ২৯ জুন স্থানীয় এক সাংবাদিক বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের মিডিয়া সেলে সচিত্র দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের। দৃষ্টি আকর্ষণের তিন দিনের মাথায় আজ সহায়তার হাত বাড়িয়ে দেন সরকারের ওই মুখপাত্র।
জানা গেছে, আজ (২ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ত্রাণ সামগ্রী এবং নগদ ১০ হাজার টাকা পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, উপজেলা সমাজসেবা অফিসার শ্যামল সেন গুপ্ত, ইউপি সদস্য মামুন প্রমূখ।