গণমাধ্যম
সাংবাদিক পেশা একটি মহৎ ও চ্যালেঞ্জি পেশা-পিআইবি মহাপরিচালক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক, অতিরিক্ত সচিব মীর মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন সাংবাদিকতায় বস্তু নিষ্ঠতা থাকবে। এ পেশা একটি মহৎ পেশা। এ পেশায় আছে চ্যালেঞ্জ। আজ সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে বরিশাল বিভাগের সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি নজরুল ইসলাম আরো বলেন, বরিশালে সাংবাদিকদের প্রশিক্ষণটি কর্মশালায় রূপ নিয়েছে।
ডিজিটাল বিষয়টি নিয়ে দেরীতে এসেছি। পিআইবিতে সাংবাদিকদের জন্য ডিপ্লোমা কোর্স রয়েছে। পিআইবি সাংবাদিকদের কল্যাণে কাজ করে। পিআইবি সরকারের একটি ভাল প্রতিষ্ঠান। যা সাংবাদিকদের অনেক দুর এগিয়ে নিতে পারে প্রক্ষিণের মাধ্যমে। তিনি বরিশালে এসে বরিশালের ঐতিহ্য অশ্বিনী কুমার হল দেখেছেন। বরিশালে প্রথমবার এসে তার খুব ভাল লেগেছে বলে জানান। বিশেষ অতিথি বরিশালের জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার এ প্রশিক্ষণ তৃনমূল পর্যায়ে ভূমিকা রাখবে। এ প্রশিক্ষণ সত্যি একটি সুন্দর ও গুরুত্বপুর্ণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বরিশালের জেলা প্রশাসনের এটাই কাম্য। বরিশালের সাংবাদিক জেলা প্রশাসনকে সব সময়ে সহযোগিতা করে আসছে বলেও স্বীকার করেন।
পিআইবি আগামী দিনগুলোতে বরিশালের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তুলতে সর্বাত্মক সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল প্রেসক্লাবে পিআইবি এ প্রশিক্ষণের আয়োজন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ক্লাবে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রয়েছে। এ ক্লাবের ঐতিহ্য আছে। তিনি পিআইবির সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের রুহের মাগফেরাত কামনা করেন। সভায় প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের কর্মরত সাংবাদিকতায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান এবং সাংবাদিকতার বিভিন্ন মৌলিক বিষয় অবহিতকরণ, প্রশিক্ষনার্থীদের সাংবাদিকতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা প্রদান বিষয়ক রিপোর্ট ও ফিচার লেখায় উৎসাহিত করা, কর্মরত সাংবাদিকদের ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কিত তথ্য সমৃদ্ধ করা এবং উন্নয়ননির্ভর মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বাড়ানো। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও এটুআইর উদ্যোগে প্রশিক্ষণে সমন্বয়কারী ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। বরিশালের প্রশিক্ষণে প্রশিক্ষক সহায়ক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, এইচডিএম’র কনসালটেন্ট আনদান ফয়সাল। প্রশিক্ষণে বরিশাল বিভাগের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।