জাতীয়
সাবেক মন্ত্রী আব্দুল আজিজ আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক বিবৃতিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী শেখ আবদুল আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোক বার্তায় শেখ আব্দুল আজিজের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে দলের দীর্ঘদিনের একজন আদর্শবান-নিবেদিতপ্রাণ নেতাকে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শেখ আব্দুল আজিজের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সোমবার সন্ধ্যা ৬টায় গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ আব্দুল আজিজ। তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএম/জাগো নিউজ/ডেস্ক