ক্যাম্পাস
সারাদিনের সড়ক অবরোধে রাস্তায় শিক্ষার্থীরা, বহিস্কার হলেন ববি’র সাবেক রেজিস্ট্রার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে চাকরীর প্রলোভনে যৌন হয়রানির দায়ে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর কলাবাগানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লিয়াজু অফিসে অনুষ্ঠিত সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ভিসি’র পদত্যাগ দাবিতে আজ বেলা ১১টা থেকে দিনব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
আন্দোলনের নেতৃত্বপ্রদানকারী শিক্ষার্থী লোকমান হােসেন বলেন, ববি’র সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হয়েছে। তবে তার বহিস্কারাদেশের সাথে আমাদের আন্দোলনের কোন সংযোগ নেই। আমরা আমাদের অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি।
উপাচার্য প্রফেসর ড.এসএম ইমামুল হক এ বিষয়ে বলেন, আন্দোলন বন্ধ করার জন্য আমার হাতে কিছুই নেই। যারা এই আন্দোলন করাচ্ছেন তারাই পারবেন এই আন্দোলন বন্ধ করতে। তিনি বলেন, আমি এমন কিছু করিনি যে আমাকে হুমকির মুখে রিজাইন করতে হবে।
তবে গতকাল (০৯ এপ্রিল) উপাচার্য জানিয়েছিলেন বহিস্কৃত রেজিস্ট্রার, সাবেক ভিসি আন্দোলনে অর্থের যোগান দিচ্ছে। সেইদিনই রাতে ঢাকার লিয়াজু অফিসে সাময়িক বরখাস্তকৃত রেজিস্ট্রারকে স্থায়ী বহিস্কার করা হয়।
তিনি বলেন, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ‘ববি’র সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলামের বিরুদ্ধে চাকরি প্রত্যাশী এক তরুণী শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার মনিরুল ইসলামকে নৈতিক স্খলনের দায় বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে দেয়ার জন্য বলা হয়। এমনকি পরবর্তীতে তাকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল।