জাতীয়
সারাদেশে জমে উঠেছে আয়কর মেলা
রাজধানীর মতো সারাদেশেও জমে উঠেছে আয়কর মেলা
বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে সেবা নিতেভিড় করেন করদাতারা। এসময় রিটার্ন দাখিল, আয়কর জমা, নতুন টিআইএন নম্বর গ্রহণ করেন অনেকে। এখন পর্যন্ত কর আদায় হয়েছে ২ কোটি ১০ লাখ ২৪ হাজার ১১ টাকা। গত ১৩ নভেম্বর শুরু হয়ে এ মেলা চলবে আগামী ১৯ তারিখ পর্যন্ত।
উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন, উন্নয়নের শীর্ষে যাবে যথাযথ আয়কর দিলে, এই শ্লোগানে ফেনীতেও চলছে আয়কর মেলা। শহরের ভাষা শহীদ আবদুস সালাম সেন্টারে আয়োজিত এ মেলায় এখন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন এক হাজার ৩শ ৭৪ জন করদাতা। আদায় হয়েছে প্রায় ২৮ লাখ টাকা।
এছাড়া পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে চলছে আয়কর মেলার কার্যক্রম