বরিশাল
স্বতন্ত্র প্রার্থী ফারুক তালুকদার সমর্থন দিলো মহাজোটের রত্না আমিনকে
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) মাহাম্মদ আলী তালুকদার (ফারুক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থেকে সড়ে মহাজোটের নৌকা মার্কার প্রার্থী রত্মা আমিনকে সমর্থন দিয়েছেন।
কারন হিসেবে সাংবাদিকদের জানিয়ছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগসহ মহাজোট জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে নির্বাচন করছে।
এই নির্বাচনে আমার কারণে আওয়ামী লীগ কিংবা মহাজোটভুক্ত দল ও নেতা-কর্মীরা বিব্রত হয় সেটা কোনভাবেই কাম্য নয়।
এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকাও সঠিক নয় বলে আমি মনে করছি।
আমার দলের প্রধান এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচন (বরিশাল-৬) আসনের স্বতন্ত্র (সিংহ মার্কা) প্রার্থী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
একই সঙ্গে আমি বরিশাল তথা দক্ষিণাঞ্চলে আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে আমার সর্বাত্মক শ্রম, মেধা ও সহযোগিতা নিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
আজ থেকে আমি ও আমার কর্মী সমর্থকদের নিয়ে মহাজোটের লাঙ্গল মার্কার প্রার্থী নাসরিন জাহান রত্না আমীনের পক্ষে সমর্থন দিচ্ছি। আমি বাকেরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীর বিজয়ই করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও আমি মনে করি। তাই ৩০ ডিসেম্বর সারা দিন মহাজোট প্রার্থীর পক্ষে ভোট দিন।