বরিশাল
স্বাধীনতাবিরোধীদের বর্জন করতে হবে : হাসানাত
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের মহাজোট মনোনীত প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, বিজয়ের মাসে ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের চিরদিনের জন্য বর্জন করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বিজয় দিবসের সম্মান অক্ষুন্ন রাখার জন্য নেতাকর্মী ও সমর্থকদের থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ ভোটারদের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অস্তিত্ব বিলীন করে দিবে।
শনিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বিএনপির জনবিচ্ছিন্ন নেতারা দলের নেতাকর্মীদের তোপের মুখে নিজ এলাকায় ফিরতে না পেরে এখন মিথ্যাচার ও গুজব ছড়িয়ে উত্যপ্ত ছড়াতে চাচ্ছে। ওইসব সংখ্যালঘু নির্যাতনকারী আগুন সন্ত্রাসীদের গুজবে কান না দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে তিনি নেতাকর্মী ও সমর্থকদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহবান করেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচএম শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ন আহবায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, এ্যাডভোকেট সাহিদা আক্তার প্রমুখ।