বরিশাল
স্বাস্থ্যসেবা সপ্তাহের দ্বিতীয় দিনে বরিশালে র্যালি
“স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার” এই প্রতিপ্যাদ্যকে ধারণ করে বরিশালে ৫ দিনব্যাপি স্বাস্থ্য সেবা উপলক্ষে নগরীতে বণার্ঢ্য র্যালি করেছে।
বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ বুধবার সকালে অশ্বিনী কুমার চত্বর থেকে র্যালিটি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, বরিশাল শের-ই-বাংলা আইএইচটি উপ পরিচালক অধ্যক্ষ এইচ.এম সাইফুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল অফিসার ডাঃ মমিনুল হক, ডাঃ মাইনুল ইসলাম, ডাঃ আঃ ছালাম, বরিশাল জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ দেলোয়ার হোসেন, নার্সিং কর্মকর্তা ডাঃ লাবনী ইয়াসমিন, রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।
পাঁচদিনব্যাপি স্বাস্থ্য সেবা উপলক্ষে বুধবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক দপ্তরে স্বাস্থ্য সেবার কার্যক্রমের বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।