আইন-আদালত
হত্যা মামলায় কাউখালীতে একজনের ফাঁসির আদেশ
কাউখালী উপজেলায় ২০০৭ সালের একটি হত্যা মামলায় লিমন (৩৫) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮) সাথে প্রতিবেশী লিমনের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে এলাপাতারি কুপিয়ে তাকে জখম করে লিমন। পরবর্তীতে খসরুর আত্মীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামী করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আদালত ১৯ জন সাক্ষীর স্বাক্ষ্য পর্যালোচনা শেষে এ রায় প্রদান করেন।সাজাপ্রাপ্ত লিমন পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে।