বরিশাল
হিজলায় বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করলেন এমপি পংকজ নাথ
বরিশালের হিজলা উপজেলার ৫২টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।
৩ নভেম্বর শনিবার ৩৮ নং বড়জালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ পংকজ নাথ বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা বান্দব সরকার, তাই আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে এগিযে নেয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কম্পিউটারের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করার জন্য জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ।
এছাড়াও প্রতিটি শিক্ষার্থীর মায়েদের অনেক বেশী সচেতন হওয়ার আহবান জানিয়ে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন।
সভার সভাপতিত্ব করেন ৩৮ নং বড়জালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব হোসেন বেপারী।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, মোহসেনা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা কাজী কামাল উদ্দিন কবির, শিক্ষা অফিসার আব্দুল গাফফার, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, রিয়াজ আলম, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি রনজিৎ কুমার শীল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাব হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ হাওলাদার, মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রুমা খাতুন, খালেদা বেগম, যুব মহিলালীগের সাধারন সম্পাদক তামান্না নিশাত তিন্নি, ছাত্রলীগ সভাপতি সোলাইমান শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবক বৃন্দ।
সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক জাকির হোসেন।
মা সমাবেশের আলোচনা শেষে ৫২ টি সরকারী প্রথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করেন এমপি পংকজ নাথ। এর পরে এমপি পংকজ নাথ চরাঞ্চলের মেমানিয়া ও হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন ও গনোসংযোগ করে পথ সভায় বক্তব্য রাখেন।