ঢাকা রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Motobad news

পাক হানাদার মুক্ত দিবসে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আলোক শোভাযাত্রা

পাক হানাদার মুক্ত দিবসে পিরোজপুর ইয়ূথ সোসাইটির আলোক শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পাক হানাদার মুক্ত দিবসে আলোক শোভাযাত্রা করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। আজ বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ আলোক মিছিলটি শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্বরে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খান্দার খাইরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম রায় চৌধুরী, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক খালিদ আবু, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান আহম্মেদ জসিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক মো: হাসিবুল ইসলাম হাসানসহ পিরোজপুর ইয়ূথ সোসাইটির নেতৃবৃন্দ।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন