ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

Motobad news

পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি কে পদায়ন

পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি কে পদায়ন
ছবি : ফাইল ফটো
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সদ্য পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম কে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তাকে পদায়ন করা হয়।

সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি আগের দিন রবিবার জারি হয়।

এর আগে বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পদোন্নতি পাওয়া চার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে পদায়ন করা হয়েছে। ইতিপূর্বে তারা উপ-পুলিশ মহাপরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদন্নোতি পান।

প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে, এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. দিদার আহম্মদকে ঢাকা রেলওয়ে পুলিশে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌ পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে একই দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন