ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

Motobad news

দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিল, সম্পাদক সাইফুল 

দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিল, সম্পাদক সাইফুল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন দুমকি উপজেলা টিম প্রধান ও জেলা বিএনপি'র সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, টিম সদস্য খন্দকার ইমাম হোসেন,  মো. মতিউর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মো. খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল আলম মৃধা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপি'র নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মো. খলিলুর রহমানকে সভাপতি এবং সাইফুল আলম মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন