ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

Motobad news

হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

হতাশার বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ দল গতকালই বিশ্বকাপের প্রথম পর্বে তাদের শেষ ম্যাচটি খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। এ নিয়ে লিগ পর্বের ৯টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দল আজ সকালে পৌনে ১০টায় ঢাকায় পৌঁছেছে।

বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্য ভারত থেকেই যাঁর যাঁর দেশে ফিরে গেছেন। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে দুটি টেস্ট খেলতে। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলবে দুই দল।

এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের প্রথম সিরিজ।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন