ঢাকা মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

Motobad news

লাখ টাকা মূল্যের মশারী জালসহ ট্রলার জব্দ 

লাখ টাকা মূল্যের মশারী জালসহ ট্রলার জব্দ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান লাখ টাকা মূল্যের একটি মশারী জালসহ ১টি ট্রলার জব্দ করা হয়েছে। জব্দকৃত মশারী জাল উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের উপস্থিতি তে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং উদ্ধারকৃত এক ড্রাম ছোট মাছ স্থানীয় গরীব লোকের মাঝে বিতরণ করা হয়েছে। 

এসময় মুলাদী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ নৌ-পুলিশ ও মুলাদী থানা পুলিশ এই যৌথ অভিযানে সার্বিক সহোযোগিতা করেন। জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ বলেন, এধরনের অভিযান ভবিষ্যতে অব্যহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন