মুলাদীতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
মুলাদী উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চরকালেখাঁন ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম আহম্মেদ চৌকিদারে সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক চরকালেখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, মুলাদী পৌর কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র আরিফ হোসেন সরদার, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য এনামুল হক ভূইয়া, সদস্য দেলোয়ার হোসেন মৃধা, শাজাহান ঢালী, মাকসুদুর রহমান, মাষ্টার শহিদুল ইসলাম, সৈয়দ মুজাম্মেল, পৌর জাতীয় পার্টির নেতা সিপার খান সহ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা জাতীয় পার্টির ৭টি ইউনিয়ন ও পৌরসভার সহযোগী সংগঠনের প্রতিনিধি গণের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে বাটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টি নেতা মোকছুদুর রহমান আকন্দ’র স্ত্রী মাকসুদা আক্তার শোভাকে আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দেয়া হয়।
সভায় প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির সকলকে কাজ করার অনুরোধ জানানো হয়। এছাড়াও মুলাদী বাবুগঞ্জ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সদস্য গোলাম কিবরিয়া টিপু’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় পার্টির কার্যক্রম বৃদ্ধি ও সংসদ সদস্যের উন্নয়নের চিত্র মানুষের মাঝে তুলে ধরার অনুরোধ জানানো হয়।
এইচকেআর